বগুড়া মহাস্থান বন্দরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মহাস্থানে সেনাবাহিনীর কঠোর অভিযান 

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১১:১৫:২৬

বগুড়া মহাস্থান বন্দরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মহাস্থানে সেনাবাহিনীর কঠোর অভিযান 


জেলা প্রতিনিধি: বগুড়া ঐতিহাসিক মহাস্থান বন্দরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারী জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মহাস্থানে নির্মিত ওভারব্রিজের নিচে থাকা মাছ, তরমুজ, কাচা বাজারসহ নানা ধরনের অস্থায়ী দোকান সরিয়ে দেয় সেনাবাহিনীর একটি টহলদল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাস্থান ওভারব্রিজের নিচের আন্ডারপাসটি অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছিল তরমুজ ও মাছ বাজার। পাশাপাশি সেখানে ছিল একটি অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডও। এসব কারণে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে পচা তরমুজ ও মাছের পানি ফেলার কারণে সৃষ্ট দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

বিষয়টি নিয়ে ইতিপূর্বে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে তা সেনাবাহিনীর নজরে আসে। পরে শুক্রবার সকালেই সেনাবাহিনী অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা সে নির্দেশ উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যেতে থাকে।

রাত সাড়ে ৯টার দিকে ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল মহাস্থানে অভিযান চালিয়ে আন্ডারপাসের নিচে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করে দেয়। এ সময় বেশ কয়েকজন দোকানদার মৌখিকভাবে অঙ্গীকার করেন, তারা আর কখনো অবৈধভাবে দোকান বসাবেন না।

অভিযান চলাকালীন সেনা কর্মকর্তারা জানান, আন্ডারপাসের পশ্চিম পাশের সওজের পিলার ও কাঁটাতার দিয়ে ঘেরা জায়গা গত বছরের ৫ আগস্টের পর ভেঙে দখল করে যারা দোকানপাট বসিয়েছেন, তাদের শনিবার বেলা ২টার মধ্যে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরালে সেনাবাহিনী আবারও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সেনা কর্মকর্তারা। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং স্থায়ীভাবে বাজার স্থানান্তরের দাবি জানিয়েছেন।প্রজন্মনিউজ২৪/সামিউল ইসলাম
 

এ সম্পর্কিত খবর

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

চকলেট খেতে বাধা দেয়ায় ক্ষেপলেন সাবেকমন্ত্রী কামরুল

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার

সুষ্ঠ নির্বাচন করতে ইসিকে ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের অভিযোগ, আটক ১

কোনো রাজনৈতিক দল নয় আমার সমস্যা ভারতীয় আগ্রাসন

স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

হাফেজা পড়ুয়া মেয়েকে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় নতুন ধারা সংযোজন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ